দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পিএসজির স্টার প্লেয়ার কিলিয়ান এমবাপে এই নিয়ে লাগাতার ৪ বার লিগ ওয়ান খেতাব জিতে তাক লাগিয়ে দিয়েছেন। ২০১৯, ২০২১ ও ২০২২ এর পর এবছর ও তিনি লখেতাব নিজের দখলে রাখলেন। এমবাপে প্রথম খেলোয়াড় যে এই সন্মান ৪ বার নিজের দখলে রাখতে সক্ষম হলেন।
এমবাপে মেসির সতীর্থ হিসাবে নিজের যোগ্যতা প্রমান তো করেছেন বটেই তবে তার এই বিশ্বকাপ জয়ী সতীর্থকে পিছনে ফেলে ব্যাক-টু-ব্যাক দু'বছর এই খেতাব জয় করেনিলেন। উল্লেখ্য, এই স্টার ফাইটার ২৮টি গোল করার পাশাপাশি ৫ টি গোল অ্যাসিস্ট ও করেছেন। এই খেতাব জয়ের পর তিনি বলেন- " খুব খুশির ব্যাপার যে এই খেতাব জয় করতে পেরেছি, আমি সব সময় জিততে চেয়েছি, লিগ ইতিহাসে নিজের কৃত্তিত্ব বহাল করতে চেয়েছি, কিন্তু এত শীঘ্র তা বাস্তবায়িত হবে তা ভাবিনি।" ইব্রাহিমোভিচ (২০১৬), এডিনসন কাভানি (২০১৭), নেইমার জুনিয়র (২০১৮) এবং কাইলিয়ান এমবাপ্পে (২০১৯) এই খেতাব জয় করেছে, প্যারিস সেন্ট-জার্মেইয়ের একজন খেলোয়াড় টানা সপ্তমবারের মতো বর্ষসেরা খেলোয়াড়ের ট্রফি জিতেছেন।