Game

2 weeks ago

Martinez will stay at Aston Villa : ২০২৯ পর্যন্ত অ্যাস্টন ভিলায় থাকবেন মার্তিনেস

Emiliano Martinez (symbolic piicture)
Emiliano Martinez (symbolic piicture)

 

অ্যাস্টন ভিলা, ২২ আগস্ট : অ্যাস্টন ভিলার সঙ্গে চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়ালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক ২০২৬-২৭ মরসুম পর্যন্ত ভিলার সঙ্গে চুক্তি ছিল এমিলিয়ানো মার্তিনেসের নতুন চুক্তিতে ২০২৯ সাল পর্যন্ত দলটির সঙ্গে থাকবেন তিনি। ২০২০ সালে আর্সেনাল থেকে ভিলায় যোগ দেন মার্তিনেস। সত্যি ছিল চার বছর। পরে ২০২২ সালে আরও তিন বছরের জন্য তার সঙ্গে চুক্তি করে ক্লাবটি। এবার চুক্তির মেয়াদ বাড়ানো হলো আরও দুই বছর। ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ শিরোপা জয়ে বড় অবদান রাখেন মার্তিনেস। আর কোপা আমেরিকা জয়েও তার ছিল বড় ভূমিকা। এখন পর্যন্ত ভিলার হয়ে ১৫০ ম্যাচ খেলেছেন মার্তিনেস।


You might also like!