Game

3 weeks ago

Manoj Tiwari: 'আকর্ষণ হারাচ্ছে রঞ্জি ট্রফি', ফেসবুক লাইভে এসে মন্তব্য মনোজ তিওয়ারির

Manoj Tiwari
Manoj Tiwari

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গতবছর ফাইনালে উঠলেও ট্রফি জয় সম্ভব হয়নি বাংলার। এবারও রঞ্জিতে নক-আউটে যাওয়ার আশা প্রায় শেষ বাংলার। কেরলের সঙ্গে ম্যাচের মাঝপথেই ফেসবুক লাইভে এসে রঞ্জি ট্রফি নিয়ে ক্ষোভ উগরে দিলেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি। তাঁর দাবি, আগামী বছর থেকে টুর্নামেন্ট বন্ধ করে দেওয়া উচিত।

মনোজের দাবি, "টুর্নামেন্টে বেশ কিছু বিষয় ভুলই হচ্ছে। যার ফলে আকর্ষণ হারাচ্ছে রঞ্জি ট্রফি। এই ঐতিহ্যের টুর্নামেন্ট বাঁচাতে হলে অনেক কিছু পরিবর্তন প্রয়োজন।"

তবে মনোজ তিওয়ারি কেমন এমন বলেছেন তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। বর্তমানে কেরলের সঙ্গে খেলছে বাংলা। বিহার ম্যাচের পরই অবসর নেবেন মনোজ। মনোজ জানিয়েছেন, তিনি এখনও বোর্ডের কোড অফ কন্ডাক্টে আছেন। তাই এখন মুখ খুলতে পারবেন না। অবসর নেওয়ার পর সেসব বিষয় নিয়ে কথা হলতে চান। মনোজের মতে, রঞ্জি ট্রফিতে এমন কিছু হচ্ছে, যার বিরুদ্ধে কথা বলা দরকার। তিনি সেটাই করবেন।

You might also like!