Game

3 weeks ago

Manchester United:ম্যানচেস্টার ইউনাইটেডের ড্র

Manchester United
Manchester United

 

ম্যানচেস্টার, ২২ সেপ্টেম্বর : শনিবার রাতে সেলহাস্ট পার্কে স্বাগতিক ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এর ফলে লিগে পাঁচ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ১১ নম্বরে থাকলো ইউনাইটেড। আর অন্যদিকে এখনও কোনও জয় পায়নি প্যালেস। ৩ ড্রয়ে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের ১৬ নম্বরে আছে তারা।

প্যালেসের মাঠে এদিন বলের দখলে এগিয়ে ছিল ইউনাইটেড। তারা তারা বল দখলে রেখেছিল ৬৭ শতাংশ। গোলে শটও নিয়েছে ১৫টি। লক্ষ্যে শট রাখতে পেরেছে ৬টি। এরপরও গোল বের করতে পারেননি ব্রুনো ফার্নান্দেজ, আলেহান্দ্রো গারনাচোরা।অথচ আগে ম্যাচে লিগ কাপে বার্নসলির বিপক্ষে ৭-০ গোলে জিতেছিল রেড ডেভিলরা।


You might also like!