ম্যানচেস্টার, ৭ এপ্রিল : দুই নগর প্রতিদ্বন্দ্বীর ডার্বি লড়াই জমল না। সারাটা ম্যাচ বল নিয়ে ছোটাছুটি চলল, গোলের উদ্দেশ্যে শটও নেওয়া হল, কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা মিলল না। ওল্ড ট্র্যাফোর্ডে রবিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি গোলশূন্য ড্র দেখল উভয় দলের সমর্থকরা। ৩১ ম্যাচে ১৫ জয় ও ৭ ড্রয়ে ৫২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ম্যানচেস্টার সিটি। আর তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে চার নম্বরে চেলসি। আর সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড। এদিন চেলসিকে টপকে শীর্ষ চারে ফেরার সুযোগ ছিল ম্যানচেস্টার সিটির। কিন্তু ম্যাচে বেশ কয়েকবার ভালো সুযোগ পেয়েও ব্যর্থ ম্যানচেস্টার সিটি।