Game

2 weeks ago

Professional Footballers' Association Reward : ম্যানচেস্টার সিটির ফিল ফোডেন পিএফএ বর্ষসেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হলেন

Phil Foden (symbolic picture)
Phil Foden (symbolic picture)

 

ম্যানচেস্টার, ২১ আগস্ট : ম্যানচেস্টার সিটির ইংল্যান্ডের মিডফিল্ডার ফিল ফোডেন মঙ্গলবার রাতে প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন। গত মরসুমে ২৪ বছর বয়সী এই খেলোয়াড় ৫৩টি প্রতিযোগিতায় ২৭টি গোল করেছেন। তার এই সাফল্য পেপ গার্দিওলার সিটিকে উয়েফা সুপার কাপ এবং ক্লাব বিশ্বকাপ জিততে সাহায্য করেছে। তাছাড়া এফএ কাপের রানার্স–আপও ছিল ম্যানচেস্টার সিটি। "এই পুরস্কার জেতা খুবই বিশেষ কিছু এবং এর জন্য আমি খুবই গর্বিত এবং কৃতজ্ঞ," বলেছেন ফোডেন। আর ম্যানচেস্টার ইউনাইটেড থেকে টটেনহ্যাম হটস্পারে লোনে যাওয়ার পর গ্রেস ক্লিনটন বর্ষসেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। আর সিটির খাদিজা শ-কে বর্ষসেরা মহিলা খেলোয়াড় নির্বাচিত করা হয়েছে।

You might also like!