ম্যানচেস্টার, ১৩ নভেম্বর : রোমাঞ্চকর এক লড়াইয়ের সাক্ষী হলো স্ট্যামফোর্ড ব্রিজ। আক্রমণের জবাবে আক্রমণ, গোলের জবাবে গোল। পিছিয়ে পড়ার ধাক্কা সামলে আট মিনিটেই জোড়া গোল করে এগিয়ে গেল চেলসি। ম্যানচেস্টার সিটিও থেমে থাকলো না! বিরতির পরও লড়াইয়ের তীব্রতা কমল না এতটুকু। নাটকীয়তায় ঠাসা ম্যাচটি শেষ পর্যন্ত কেই দেখল না জয়ের মুখ।
চেলসির মাঠে রবিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটিতে দুই অর্ধেই হয়েছে চারটি করে গোল। গোল করেও কেউ আনন্দ উপভোগ করতে পারেনি। শেষ পর্যন্ত ৪-৪ ড্রয়ে শেষ হলো হাইভোল্টেজ লড়াইটি। টানা তিন জয়ের পর আবারও পয়েন্ট হারাল ম্যানচেস্টার সিটি। তারপরও লিগ টেবিলের শীর্ষেই আছে তারা, ১২ ম্যাচে ৯ জয় ও ১ ড্রয়ে তাদের পয়েন্ট ২৮।