দুবাই, ৭ সেপ্টেম্বর : পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে টপকে আইসিসি টি-২০ র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছেন দলেরই ওপেনার মহম্মদ রিজওয়ান।
বুধবার প্রকাশিত ব্যাটসম্যানদের আইসিসি টি-২০ র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন পাকিস্তানের এই ওপেনার। এশিয়া কাপের গ্রুপ এ হংকংয়ের বিরুদ্ধে ৫৭ বলে ৭৮ রান এবং ভারতের বিরুদ্ধে ৫১ বলে ৭১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন রিজওয়ান। রিজওয়ানের ৮১৫ রেটিং পয়েন্ট রয়েছে এবং প্রথমবারের মতো শীর্ষে উঠেছেন।
রিজওয়ান বাবরের পর তৃতীয় পাকিস্তানি ব্যাটসম্যান যিনি টি-২০ ব্যাটিং র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠেছেন। বাবর মোট ১,১৫৫ দিন ধরে র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন। চতুর্থ স্থানে নেমে গেছেন ভারতীয় ব্যাটসম্যান সূর্যকুমার যাদব। তবে এশিয়া কাপে ভালো পারফরম্যান্সের পর শ্রীলঙ্কা ও আফগানিস্তানের অনেক খেলোয়াড়ই র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন।
মঙ্গলবার ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার ওপেনার পথুম নিসাঙ্কা এবং কুশল মেন্ডিস ভালো খেলে নিসেনকা এক ধাপ এগিয়ে অষ্টম স্থানে, আর মেন্ডিস ৬৩ ধাপ এগিয়ে ৪১তম স্থানে রয়েছেন।