Game

6 months ago

Chelsea Release: লুকাকুকে ছেড়ে দিচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাব চেলসি!

Lukaku is leaving the English Premier League giant club Chelsea!
Lukaku is leaving the English Premier League giant club Chelsea!

 

ইংল্যান্ড, ৮ মে: বেলজিয়ান ফরোয়ার্ড রোমেলু লুকাকুর চেলসিতে থাকা নিয়ে অনেকদিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে তাকে বিক্রি করে দিল ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাব চেলসি। আসন্ন গ্রীষ্মকালীন দলবদলেই লুকাকুকে বিক্রি করতে চাইছে চেলসি।

এই তারকা ফরোয়ার্ডের জন্য ৩৮ মিলিয়ন দাম নির্ধারণ করেছে চেলসি। লুকাকুর এজেন্টের সঙ্গে আলোচনার পর লুকাকুর রিলিজ ক্লজ নির্ধারণ করেছে চেলসি। মঙ্গলবার সামাজিক মাধ্যমে এই খবর নিশ্চিত করেছে বিদেশি সংবাদমাধ্যম।

You might also like!