দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্যারিস অলিম্পিকে ভারতের দিনটা ভালই যাচ্ছে। সিন্ধু-লক্ষ্যের পর এবার লভলিনারও দুরন্ত জয়। বক্সিংয়ে লভলিনা বরোগোঁহাই পৌঁছলেন কোয়ার্টার ফাইনালে। তিনি ৭৫ কেজি বিভাগে হারালেন নরওয়ের বক্সার সুনিভা হফস্টাডকে ৫-০ ব্যবধানে। লভলিনা গতবার টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন।
সেমিফাইনালে উঠতে পারলেই টোকিও অলিম্পিকের মত তিনি ব্রোঞ্জ পদক জিতবেন। আগামী ৪ আগস্ট কোয়ার্টার ফাইনালে লভলিনার প্রতিপক্ষ চিনের লি কুইয়ান।