Game

3 weeks ago

Liverpool:লিভারপুলের দাপুটে জয়

Liverpool's big win
Liverpool's big win

 

লিভারপুল, ২২ সেপ্টেম্বর : বোর্নমাউথকে উড়িয়ে প্রিমিয়ার লিগে জয়ের পথে ফিরল আর্না স্লটের দল লিভারপুল।অ্যানফিল্ডে শনিবার লিগ ম্যাচটি ৩-০ গোলে জিতেছে লিভারপুল। সবগুলো গোলই হয়েছে প্রথমার্ধে।২৬ থেকে ২৮ মিনিটের মধ্যে দুই গোল করে লিভারপুলকে চালকের আসনে বসিয়ে দেন দিয়াস। আর একটি গোল করেন ট্রেন্ট অ্যালেক্সজ্যান্ডার।পাঁচ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠেছে লিভারপুল। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দুইয়ে নেমে গেছে একটি ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি।আর পাঁচ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে বোর্নমাউথ।


You might also like!