Game

3 weeks ago

Premier League 2024-25: নিউক‍্যাসলকে হারিয়ে আরও এগিয়ে গেল লিভারপুল

Premier League 2024-25 (Symbolic picture)
Premier League 2024-25 (Symbolic picture)

 

লিভারপুল, ২৭ ফেব্রুয়ারি  : ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে বুধবার রাতে ২-০ গোলে জিতল আর্না স্লটের দল লিভারপুল, নিউক‍্যাসলের বিরুদ্ধে। আক্রমণাত্মক ফুটবল খেলে নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে শিরোপার পথে এগিয়ে গেল লিভারপুল আরেক ধাপ। তারা এক ম‍্যাচ বেশি খেলে আর্সেনালের চেয়ে ১৩ পয়েন্টে এগিয়ে গেল। অ্যানফিল্ডে ১১ মিনিটে লুইস দিয়াসের পাস থেকে সোবোসলাই অনায়াসে খুঁজে নেন জাল। দ্বিতীয়ার্ধের শুরু থেকে সমতা ফেরাতে আক্রমণাত্মক ফুটবল খেলে নিউক্যাসল, কিন্তু কিছু সুযোগ পেয়েও ব্যর্থ হয়।সফরকারীদের হতাশায় ডুবিয়ে ৬৩ মিনিটে ব্যবধান ২-০ করে লিভারপুল।সালাহর কাটব্যাকে বল পেয়ে নিউক্যাসলের দুই খেলোয়াড়কে কাটিয়ে গোল করেন মাক আলিস্তের।

ম্যাচে ৬১ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য লিভারপুল ১২টি শট নিয়েছে। এরমধ্যে ৪ টি শট লক্ষ্যে রাখতে পেরেছে তারা। নিউক্যাসলের ৩ শটের একটিও ছিল না লক্ষ্যে।২৮ ম্যাচে ২০ জয় ও ৭ ড্রয়ে ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে লিভারপুল। আর্সেনাল ২৭ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে।৪৭ পয়েন্ট নিয়ে চারে আছে পেপ গুয়ার্দিওলার দল।৪৬ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে এসেছে চেলসি, ৪৪ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেছে নিউক্যাসল।


You might also like!