প্যারিস, ৫ আগস্ট :ভারতের তরুণ শাটলার লক্ষ্য সেনের অলিম্পিকে সোনার পদক জেতা হল না। অলিম্পিক চ্যাম্পিয়ন ভিক্টর অ্যাক্সেলসেনের সঙ্গে দুর্দান্ত লড়াইয়ের পর রবিবার হেরে গেছেন তিনি। সোমবার ব্রোঞ্জ পদকের ম্যাচে লক্ষ্য খেলবেন মালয়েশিয়ার জি জিয়ার বিরুদ্ধে। সেমিতে হারের পর মুখ খুললেন ব্যাডমিন্টন তারকা। বললেন, 'সেমিফাইনালের ম্যাচ ভুলে যাব। এর আগে যত ম্যাচ খেলেছি, সব ভুলে যাব। আমার সামনে এখন শুধু একটাই ম্যাচ। আর সেটাই এখন আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।