Game

7 months ago

La Liga: লা লিগা : রিয়াল-আতলেতিকোর ম্যাচ ড্র, এগিয়ে রইল মাদ্রিদ

Real-Atletico match draw, Madrid ahead
Real-Atletico match draw, Madrid ahead

 

মাদ্রিদ, ৫ ফেব্রুয়ারি : নির্ধারিত সময়ের যোগ করা সময়। ম্যাচ শেষ হতে বাকি আর কয়েক সেকেন্ড। সেই শেষ সময়ে রিয়াল মাদ্রিদকে অবাক করে দিল আতলেতিকো মাদ্রিদ। জয়ের খুব কাছকাছি গিয়েও হারাল দুটি পয়েন্ট কার্লো আনচেলত্তির দল। সান্তিয়াগো বের্নাবেউয়ে রবিবার রাতে লা লিগায় দুই নগর প্রতিদ্বন্দ্বীর ম্যাচ শেষ হয়েছে ১-১ ড্রয়ে। ব্রাহিম দিয়াস রিয়ালকে এগিয়ে নেওয়ার পর শেষ সময়ে গোল করে সমতা আনেন মার্কোস ইয়োরেন্তে।

মাদ্রিদের এই দুই দল চলতি মরসুমে এর আগেও তিনবার সাক্ষাৎকার হয়েছে। গত সেপ্টেম্বরে লা লিগায় প্রথম দেখায় ৩-১ গোলে হেরেছিল রিয়াল। এরপর জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে ৫-৩ ব্যবধানে জেতে আনচেলত্তির দল। এই ম্যাচের সপ্তাহখানেক বাদে আবারও তারা মুখোমুখি হয় কোপা দেল রের শেষ ষোলোর ম্যাচে। সেই ম্যাচও ৪-২ গোলে হারে রিয়াল। এবার তাদের ছিল প্রতিশোধ নেওয়ার পালা। কিন্তু কাছাকাছি এসেও সুযোগ হারালো তারা। ড্র করেও লিগ টেবিলের শীর্ষেই থাকছে রিয়াল মাদ্রিদ। ২৩ ম্যাচে ১৮ জয় ও চার ড্রয়ে তাদের পয়েন্ট ৫৮। সমান ম্যাচে ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে জিরোনা। আর তৃতীয় স্থানে থাকা বার্সেলোনার পয়েন্ট ৫০। তাদের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে চার নম্বরে আতলেতিকো।


You might also like!