Game

4 weeks ago

La Liga::লা লিগা: জিরোনাকে হারিয়ে বার্সার মধুর প্রতিশোধ

Barca's sweet revenge to beat Girona
Barca's sweet revenge to beat Girona

 

বার্সেলোনা, ১৬ সেপ্টেম্বর : হান্সি ফ্লিকের ছোঁয়ায় বদলে গেছে বার্সেলোনা। নিজেদের মাঠে দাঁড়াতেই পারল না জিরোনা। গত আসরে দুইবার মুখোমুখি লড়াইয়েই জয় পেয়েছিল দলটা। উজ্জীবিত ফুটবলে খেলে জিরোনাকে উড়িয়ে দিয়ে লা লিগায় জয়ের ধারা অব্যাহত রাখল বার্সেলোনা। জিরোনার মাঠে রবিবার বিকালে ৪-১ গোলে জিতেছে ফ্লিকের দল। জোড়া গোল করেছেন লামিনে ইয়ামাল। একটি করে গোল করেছেন পেদ্রি ও দানিওলমো। এই জয়ে টানা পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে লা লিগায় শীর্ষ স্থানে থাকল বার্সেলোনা। ১১ করে পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে রিয়াল মাদ্রিদ ও ভিয়ারেয়াল।

You might also like!