মাদ্রিদ, ৪ জুন : স্বপ্নপূরণ হলো কিলিয়ান এমবাপ্পের। যোগ দিলেন স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে।সোমবার রাতে এই সময়ের অন্যতম ফরাসি সুপারস্টারের রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার বিষয়টি রিয়াল তাদের অফিসিয়াল ফেসবুক পেজে নিশ্চিত করেছে।
রবিবারই রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষের সঙ্গে এমবাপ্পের চুক্তির কথা নিশ্চিত হয়ে গিয়েছিল।বাকি ছিল আনুষ্ঠানিকতার। ৫ বছরের জন্য রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি করেছেন এমবাপ্পে।