Game

2 months ago

Women's Premier Leauge : 'উইমেন্স প্রিমিয়ার লিগ'-এ দল জুটল না 'খেলার শহর' কলকাতার

Women's IPL

 

নয়াদিল্লি : 'উইমেন্স প্রিমিয়ার লিগ' -নামেই শুরু হতে চলেছে মহিলা আইপিএল। সেইসঙ্গে উদ্বোধনী সংস্করণে মোট পাঁচটি ফ্র্যাঞ্চাইজি থাকছে। কিন্তু কলকাতার কোনও দল থাকছে না।

প্রাথমিকভাবে 'উইমেন্স প্রিমিয়ার লিগ'-র জন্য ১০ টি শহরকে বেছে নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেই তালিকায় ছিল - কলকাতা, চেন্নাই, মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু, গুয়াহাটি, আমদাবাদ, লখনউ, ইন্দোর এবং ধর্মশালা। তবে শেষপর্যন্ত পাঁচটি শহর দল পেয়েছে। কোন কোন শহর দল পেয়েছে এবং কত টাকায় কোন সংস্থা কিনেছে, তা দেখে নিন -

১) আহমেদাবাদ: আদানি স্পোর্টসলাইন প্রাইভেট লিমিটেড, ১,২৮৯ কোটি টাকায় দল কিনেছে।

২) মুম্বই: ইন্ডিয়াউইন স্পোর্টস প্রাইভেট লিমিটেড, ৯১২.৯৯ কোটি টাকায় দল কিনেছে।

৩) বেঙ্গালুরু: রয়্যালস চ্যালেঞ্জার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড, ৯০১ কোটি টাকায় দল কিনেছে।

৪) দিল্লি: জেএসডব্লুউ জিএমআর ক্রিকেট প্রাইভেট লিমিটেড, ৮১০ কোটি টাকায় দল কিনেছে।

৫) লখনউ: ক্যাপ্রি গ্লোবাল হোল্ডিং প্রাইভেট লিমিটেড, ৭৫৭ কোটি টাকায় দল কিনেছে।

বুধবার বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, মোট ৪,৬৬৯.৯৯ কোটি টাকায় উদ্বোধনী 'উইমেন্স প্রিমিয়ার লিগ'-এর পাঁচটি দল বিক্রি হয়েছে। যে অঙ্কটা পুরুষ আইপিএলের থেকেও বেশি। অর্থাৎ ২০০৮ সালে উদ্বোধনী পুরুষ আইপিএলের সময় আটটি ফ্র্যাঞ্চাইজি যে টাকায় বিক্রি হয়েছিল, সেই অঙ্কও ছাপিয়ে গিয়েছে 'উইমেন্স প্রিমিয়ার লিগ'।

আপাতত উদ্বোধনী 'উইমেন্স প্রিমিয়ার লিগ'-র সূচি ঘোষণা করা হয়নি। তবে একাধিক রিপোর্ট অনুযায়ী, আগামী ৩ মার্চ থেকে 'উইমেন্স প্রিমিয়ার লিগ' শুরু হতে পারে। চলবে আগামী ২৬ মার্চ। মোট ২২ টি ম্যাচ হবে। প্রতিটি দল হোম-অ্যাওয়ে মিলিয়ে আটটি ম্যাচ খেলবে।


You might also like!