Game

9 months ago

Kohli's special gift to Maxwell: বিশ্বকাপ ফাইনাল হেরেও ম্যাক্সওয়েলকে বিশেষ উপহার কোহলির

Kohli gifted his jersey to Maxwell after the game (Collected)
Kohli gifted his jersey to Maxwell after the game (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আফগানিস্তানের বিরুদ্ধে কোহলির ২০১ রানের ইনিংস-টা অস্ট্রেলিয়ার ফাইনালের পথ মসৃন করে দিয়েছিল। অস্ট্রেলিয়ার কাছে হারের পর ব্যর্থতা , মন খারাপ ভুলে অস্ট্রেলীয় অলরাউন্ডারকে পুরস্কৃত করলেন বিরাট কোহলিও।

আন্তর্জাতিক ম্যাচে তাঁরা প্রতিপক্ষ হলেও আইপিএলে সতীর্থ। কোহলি এবং ম্যাক্সওয়েল দু’জনেই খেলেন আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে। রবিবার ফাইনালের পর প্রিয় বন্ধুকে অভিনন্দন জানাতে ভোলেননি কোহলি। ম্যাক্সওয়েলকে নিজের একটি জার্সি উপহার দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। এ বারের বিশ্বকাপ ফাইনালের স্মারক হিসাবেই কোহলি এই উপহার দিয়েছেন। কোহলির জার্সি পেয়ে উচ্ছ্বসিত অসি অলরাউন্ডার। বন্ধুকে সমবেদনা জানাতে ভোলেননি ম্যাক্সওয়েলও। গোপনে নয়। আমদাবাদের মাঠেই ম্যাক্সওয়েলকে উপহার দিয়েছেন কোহলি। সেই ছবি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ফাইনাল শেষ হওয়ার পর ম্যাক্সওয়েলের সঙ্গে কোহলি বেশ কিছু ক্ষণ আলাদা করে কথা বলেছেন।

টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে উঠেও বিশ্বকাপ জিততে পারেনি ভারত। ফাইনালে কোহলির ৫৪ রানের ইনিংস কাজে আসেনি। অন্য দিকে, টানা আট ম্যাচ জিতে ফাইনালে ওঠা অস্ট্রেলিয়া ক্রিকেটের সব বিভাগেই ভারতকে পিছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছে।

You might also like!