মুম্বই, ২২ সেপ্টেম্বর : আজ বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহের ২৯ তম জন্মদিন। এই উপলক্ষ্যে তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি এবং বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী শাহকে শুভেচ্ছা জানিয়েছেন।
কোহলি স্থানীয় মাইক্রোব্লগিং কু অ্যাপে জয় শাহকে শুভেচ্ছা জানিয়েছেন। কু অ্যাপে কোহলি লিখেছেন, "তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই জয় শাহ।"
একইসঙ্গে গাঙ্গুলি টুইট করে বলেন, জয় শাহকে জন্মদিনের শুভেচ্ছা। তাকে সুস্থ ও দীর্ঘায়ু জীবনে সুখ ও সফলতা দান করুন।
শীর্ষ আদালত গত সপ্তাহে বিসিসিআই-এর সংবিধানে প্রস্তাবিত পরিবর্তনগুলি গ্রহণ করেছে, যা গাঙ্গুলি এবং শাহকে তাদের মেয়াদ বাড়ানোর অনুমতি দেয়।