Game

2 weeks ago

King's Cup 2025-26: কিংস কাপ, শেষ ষোলো থেকে বিদায় রোনাল্ডোর আল নাসরের

Cristiano Ronaldo
Cristiano Ronaldo

 

রিয়াদ, ২৯ অক্টোবর : মঙ্গলবার রাতে কিংস কাপের শেষ ষোলোতে মুখোমুখি হয়েছিল রোনাল্ডোর আল নাসর ও করিম বেনজেমার আল ইতিহাদ। এদিন আল নাসর ম্যাচে আধিপত্য দেখিয়েও ইতিহাদের কাছে ২-১ গোলে হেরেছে। আর এই হারে কিংস কাপ থেকে বিদায় নিলো আল নাসর। ম্যাচের প্রথমার্ধেই তিনটি গোল হয়। ১৫ মিনিটে ইতিহাদের অধিনায়ক বেনজেমা গোল করেন।

তবে এই গোলের ১৫ মিনিট পর আল নাসর গোল শোধ করে। ৩০ মিনিটে রোনাল্ডোর কাছ থেকে বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে জালে বল জড়ান অ্যাঞ্জেলো। তবে লিড নিয়েই প্রথম হাফ শেষ করে ইতিহাদ। বাড়ানো সময়ের দ্বিতীয় মিনিটে ইতিহাদের হয়ে গোলটি করেন হুসেম আওয়ার। দ্বিতীয় হাফের শুরুতেই লাল কার্ড দেখে আল ইতিহাদের আহমেদ আল-জুলাইদান মাঠ ছাড়েন। দ্বিতীয় হাফের প্রায় পুরো সময়টাতেই দশ জনে ইতিহাদ খেললেও আল নাসর গোল করতে পারে নি। এর ফলে আল নাসরকে কিংস কাপ থেকে বিদায় নিতে হয়।

You might also like!