কলকাতা, ২৬ সেপ্টেম্বর : আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ খেলে শহরে ফিরলেন বাংলার তারকা ক্রিকেটার ঝুলন গোস্বামী।
লর্ডসকে রাঙিয়ে দিয়ে দেবীপক্ষের দিন ধরেছিলেন বিমান। আশা করা গিয়েছিল বঙ্গতনয়াকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে ভিড় উপচে পড়বে। হলও তাই। এই মুহুর্তে বঙ্গ ক্রিকেটের সবথেকে বড় আইকনকে সম্মান জানাতে, একবার চর্মচক্ষে দেখতে সোমবারের বিমানবন্দরে কাতারে কাতারে ভিড় হয়।
কর্মব্যাস্ত সোমবার কাজকর্ম শিকেয় তুলে ঝুলনের জন্যই অপেক্ষা করছিল। গতকাল বিকেলের দিকে লন্ডন থেকে দুবাইয়ের বিমানে ওঠেন তিনি। সোমবার সকালে পৌঁছালেন কলকাতা। আন্তর্জাতিক ক্রিকেটে শেষ সিরিজে ৩-০ জিতে ফিরলেন বাংলার গর্ব ঝুলন। সোমবার ঝুলনকে ঘিরে আবেগ তুঙ্গে ওঠে। ঝুলনকে নিয়ে ওঠে স্লোগান। তাঁকে ঘিরে বাঙালির আবেগে দেখে ঝুলনের মুখে ফুটে ওঠে একগাল হাসি।
ঝুলনকে স্বাগত জানাতে হাজির ছিলেন সিএবি-র কর্মকর্তা, প্রাক্তন ক্রিকেটার এবং তাঁর প্রাক্তন সতীর্থরা। ঝুলনকে বরণ করেন বাংলার অনুর্ধ্ব ১৫ দলের ক্রিকেটাররা। শনিবার, লর্ডসে ইংল্যান্ড মহিলা দলের বিরুদ্ধে খেলে কুড়ি বছরের বর্ণময় কেরিয়ার শেষে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়েন ঝুলন।
ঝুলনকে স্বাগত জানাতে আম জনতার মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা যায়। ঝুলনের নামে ইডেন গার্ডেন্স স্ট্যান্ড করতে উদ্যোগী হয়েছে সিএবি। পাশাপাশি তাঁকে সম্মান জানাতে বড় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করছে সিএবি।