Game

1 week ago

US Open : ছেলেদের এক নম্বর সিনার সেমিফাইনালে

Jannik Sinner (symbolic picture)
Jannik Sinner (symbolic picture)

 

নিউইয়র্ক, ৫ সেপ্টেম্বর : ছেলেদের শীর্ষ বাছাই ইয়ানিক সিনার এক সেট খুইয়ে ইউএস ওপেনের সেমিফাইনালে উঠলেন। আর্থার অ্যাশ স্টেডিয়ামে ইয়ানিক সিনার নেমেছিলেন পঞ্চম বাছাই দানিল মেদভেদেভের বিরুদ্ধে। সিনার মেদভেদকে হারালেন ৬-২, ১-৬, ৬-১, ৬-৪ গেমে। এ বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালেও মেদভেদেভকে হারিয়েছিলেন সিনার। আর এক যুগ পর প্রথম ব্রিটিশ খেলোয়াড় হিসাবে ইউএস ওপেনের সেমিফাইনালে উঠলেন জ্যাক ড্রেপার। তিনি কোয়ার্টার ফাইনালে ৬-৩, ৭-৫, ৬-২ গেমে হারালেন অ্যালেক্স ডি’মিনরকে।

You might also like!