Game

1 week ago

Pat Cummins:'শামিকেই আমরা ভয় পাচ্ছি' স্বীকার করলেন প্যাট কামিন্স

Pat Cummins
Pat Cummins

 

আমেদাবাদ : এবার বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছেন মহম্মদ শামি। তাঁর আগুনে পেসের দাপটে অজি ব্যাটাররা যে কাঁপছে তা মেগা ফাইনালের আগে স্বীকার করে নিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।

আজ সাংবাদিক বৈঠকে শামির পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করা হলে অস্ট্রেলিয়ার অধিনায়ক বলে দিলেন, “বিশ্বকাপে ভারতের সব ক্রিকেটাররাই দুরন্ত পারফর্ম করছে। কিন্তু একজনের নাম বিশেষ করে বলতেই হয়। মহম্মদ শামি। টুর্নামেন্টের প্রথম থেকেও খেলেনি। কিন্তু দারুণ পারফর্ম করছে। মহম্মদ শামি বিশ্বমানের বোলার। ফর্মে থাকা শামিকেই আমরা ভয় পাচ্ছি। সেটা মেনে নিতে কোনও অসুবিধা নেই।”

You might also like!