Game

3 months ago

Ajinkya Rahane: 'জাতীয় দলে ফেরা সব সময় আবেগের', জানালেন অজিঙ্কা রাহানে

Ajinkya Rahane
Ajinkya Rahane

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ১৯ মাস পর জাতীয় দলে ফিরছেন অজিঙ্কা রাহানে। আইপিএল ও ঘরোয়া ক্রিকেটে দুর্ধর্ষ ফর্ম ছিল তাঁর। ৩৪ বছরের ব্যাটসম্যান এবার ইংল্যান্ডে টিম ইন্ডিয়ার সঙ্গে WTC ফাইনাল খেলবেন।

ইংল্যান্ডে খেলা সব সময়ই কঠিন। ২০১৪ সালে শেষবার লর্ডসে খেলেছিলেন রাহানে। সেই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন তিনি। টেস্ট জিতেছিল ভারত। বোর্ডের এক সাক্ষাৎকারে রাহানে বলেন, "আমার ঘরোয়া মরশুম খুবই ভাল গিয়েছে। টিম ইন্ডিয়ায় কামব্যাক আমার কাছে আবেগের।" এবার রঞ্জি ট্রফিতে ২টি সেঞ্চুরি করেছেন রাহানে। গড় রান ছিল ৫৮।

২০২২ সালে টেস্ট টিম থেকে বাদ পড়েন রাহানে। তাঁর জাতীয় দলে প্রত্যাবর্তন প্রায় অসম্ভব হয়ে পড়ে। রাহানে বলেন, "যখন বাদ পড়েছিলেন, পরিবারের পক্ষ থেকে অনেক সমর্থন পেয়েছি। জাতীয় দলে খেলা সব সময় স্বপ্নের মতো। ফিটনেসের দিকে নজর দিয়েছিলাম। ঘরোয়া ক্রিকেটে ভাল পারফরম্যান্স করি।"

প্রত্যেক মুহূর্ত উপভোগ করেছিলেন। সাক্ষাৎকারে রাহানে জানান, রাহানে বলেন, "সফল বা ব্যর্থ, কোনও আক্ষেপ নেই। প্রত্যেক মুহূর্ত থেকে শিখেছি। মুম্বই রঞ্জি দলে খেলেছি। ক্রিকেটার হিসেবে প্রত্যেক দিন শিখতে হয়।"

You might also like!