Game

3 weeks ago

Euro Qualifiers : ৭ গোলের লড়াইয়ে জিতে দুইয়ে ইতালি

Italy football team
Italy football team

 

রোম, ১৮ নভেম্বর : নর্থ মেসিডোনিয়াকে হারিয়ে সরাসরি ইউরোর মূল পর্বে খেলার সম্ভাবনা উজ্জ্বল করল বর্তমান চ্যাম্পিয়ন ইতালি। ৭ গোলের লড়াই। প্রথমার্ধে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিল ইতালি। বিরতির পর দুটি শোধ করে লড়াই জমিয়ে তুলল নর্থ মেসিডোনিয়া। তবে শেষ পর্যন্ত পেরে উঠল না তারা। শেষের আরও দুই গোলে ইতালি মাঠ ছাড়ল বড় জয় নিয়ে। উজ্জ্বল করল সরাসরি ইউরোর মূল পর্বে খেলার সম্ভাবনা।

রোমের অলিম্পিক স্টেডিয়ামে শুক্রবার রাতে ২০২৪ ইউরোর বাছাইয়ে ‘সি’ গ্রুপের ম্যাচটি ৫-২ গোলে জিতেছে গতবারের চ্যাম্পিয়নরা। স্বাগতিকদের হয়ে জোড়া গোল করেন ফেদেরিকো চিয়েসা। একবার করে জালের দেখা পান মাত্তেও দারমিয়ান, জিয়াকোমো রাসপাদোরি ও স্তেফান এল শারাউই। ৭ ম্যাচে ৪ জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে ইতালি।

You might also like!