Game

1 week ago

Champions Italy qualify for Euro 2024 :ইউরোর মূল পর্বে ইতালি

Champions Italy qualify for Euro 2024
Champions Italy qualify for Euro 2024

 

লেভারকুজেন, ২১ নভেম্বর : সারা ম্যাচজুড়ে প্রতিপক্ষের রক্ষণে আক্রমণের পর আক্রমণ করে কাঙ্ক্ষিত গোলের দেখা পেল না ইতালি। অবশ্য প্রতিপক্ষও গোল করতে পারেনি। ফলে ফলাফল, ইউক্রেইনকে রুখে দিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের মূল পর্বে জায়গা করে নিল টুর্নামেন্টের শিরোপাধারীরা। ‘সি’ গ্রুপের রানার্সআপ হয়ে মূল পর্বে যেতে শেষ রাউন্ডে একটি পয়েন্টই দরকার ছিল ইতালির। জার্মানির লেভারকুজেনে সোমবার রাতের ম্যাচটি গোলশূন্য ড্র করে সেই লক্ষ্য পূরণ করেছে ইতালি।

কাতার বিশ্বকাপের বাছাইয়ে কপাল পুড়েছিল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। এবার আর সেই অনিশ্চয়তায় থাকতে হলো না তাদের। শেষের বাঁশি বাজতেই ইতালিয়ানদের উল্লাস। কাতার বিশ্বকাপ খেলতে না পারার হতাশা ভুলে তারা এবার ইউরোপের মুকুট ধরে রাখার অভিযানে নামবে। আট রাউন্ড শেষে ইতালি ও ইউক্রেইনের পয়েন্ট সমান ১৪।


You might also like!