Game

1 year ago

হাঙ্গেরিকে উড়িয়ে ইউয়েফা নেশনস লিগের সেমি-ফাইনালে ইতালি

Italy beats Hungary in UEFA Nations League
Italy beats Hungary in UEFA Nations League

 

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর : দারুণ ছন্দে থাকা হাঙ্গেরিকে ২-০ গোলে উড়িয়ে ইউয়েফা নেশনস লিগের সেমি-ফাইনালে পৌঁছে গেল ইতালি । টেবিলের শীর্ষে থাকা হাঙ্গেরিকে ডুবতে হল ফরোয়ার্ডদের ব্যর্থতায়।

উয়েফা নেশসনস লিগের শেষ চারে জায়গা করে নিতে এই ম্যাচে ড্র করলেই হত হাঙ্গেরির। অন্যদিকে জয়ের বিকল্প ছিল না ইতালির সামনে। বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় সোমবার রাতে ২-০ গোলে জিতে লক্ষ্য পূরণ করল রবের্তো মানচিনির শিষ্যরা।

ম্যাচের শুরুতে গোল হজম করতে হত হাঙ্গেরিকে। আয়োজক দলের গোলরক্ষক পেতার গুলাসির হাত থেকে ছুটে গিয়ে জালে জড়ানোর আগ মুহূর্তে গোললাইন থেকে ক্লিয়ার করেন ডিফেন্ডার আতিলা সালাই। আক্রমণে থাকা ইয়াতালি ২৭তম মিনিটে লিড নিয়ে নেয়। জিয়াকোমো রাসপাদোরির গোলে ১-০ তে এগিয়ে যায় দলটি। বিরতির আগে আর কোনো গোল করতে না পারলেও দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে ইতালিয়ানরা আবারও চড়াও হন হাঙ্গেরির ওপর। ৫২ মিনিটে ম্যাচের দ্বিতীয় ও শেষ গোল করেন ফেডরিক ডিমারকো।

এ জয়ে লিগ এ-র গ্রুপ তিনের ছয় ম্যাচে তিন জয় ও দুই ড্রয়ে পাওয়া ১১ পয়েন্টে ফাইনালসে উঠেছে ইতালি। সমান ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট পেয়েছে হাঙ্গেরি।


You might also like!