প্যারিস, ১১ আগস্ট : শনিবার রাত সাড়ে ন'টায় আন্তর্জাতিক ক্রীড়া আদালতে ভিনেশ ফোগাটের মামলার রায় ঘোষণা করার কথা ছিল। কিন্তু শনিবার রাতে আন্তর্জাতিক ক্রীড়া আদালত জানায় রবিবার পর্যন্ত পিছিয়ে গেল এই রায়। কী কারণে পিছিয়ে গেল তা বলা হয়নি। রবিবার সেই রায় ঘোষণা করা হবে। তবে আবার একটি সূত্র জানাচ্ছে, এই রায় ১৩ আগস্টের আগে জনসমক্ষে আনা হবে না।
শুক্রবার তিন ঘণ্টা ধরে ভিনেশের মামলার শুনানি হয়েছে বিচারক অ্যানাবেল বেনেটের নেতৃত্বে। সেখানে ভিনেশের হয়ে লড়ছেন ফ্রান্সের চারজন আইনজীবী। তা ছাড়া ভারতীয় অলিম্পিক সংস্থার হয়ে হরিশ সালভে ও বিদুষ্পত সিঙ্ঘানিয়া ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়েছিলেন শুনানিতে। তাঁরা বলেছেন ভিনেশ বেআইনি কিছু করেননি। যোগ্য হিসাবেই সেমিফাইনালে উঠেছেন।ভারতীয় অলিম্পিক সংস্থার হয়ে দুই প্রতিনিধির প্রশ্ন, কেন তা হলে রুপো দেওয়া হবে না ভিনেশকে? বেনেট জানিয়েছেন, রবিবার রায় ঘোষণা করা হবে।