Game

3 weeks ago

ISL: East bengal: আইএসএল : ইস্টবেঙ্গল মুখোমুখি নর্থ ইস্ট ইউনাইটেডের, ম্যাচে থাকছে 'মেসির' ছোঁয়া!

ISL: East Bengal facing North East United, the match has the touch of 'Messi'!
ISL: East Bengal facing North East United, the match has the touch of 'Messi'!

 

কলকাতা, ১০ ফেব্রুয়ারি: সদ্য কলিঙ্গ সুপার কাপ জয়ী ইস্টবেঙ্গল শনিবার আইএসএলে মুখোমুখি হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেডের। গত কয়েক বছরের তুলনায় নতুন কোচ কার্লেস কুয়াদ্রাতের ছোঁয়ায় ইস্টবেঙ্গল এবার এই মরসুমে মাঝ পর্বে অন্য রূপে। এই মরসুমে ৪টি ডার্বির মধ্যে তিনটি জয়। গত ডার্বি ম্যাচে বিশেষ প্রাপ্তিও হয়েছে ইস্টবেঙ্গলের। কারণ আইএসএলের ইতিহাসে প্রথম বার ডার্বিতে পয়েন্ট পেয়েছে ইস্টবেঙ্গল। এবারের আইএসএলে ইস্টবেঙ্গল যে দুটি জয় পেয়েছে তা হল হায়দরাবাদ এফসি এবং ঘরের মাঠে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল এই মরসুমে ১১টি ম্যাচে খেলেছে। এর মধ্যে জয় মাত্র ২টি। হার ৩ ম্যাচে। ৬টি ম্যাচ ড্র। এরমধ্যে বেশ কয়েকটা ম্যাচের ফল ইস্টবেঙ্গলের অনুকূলে যেতে পারতো। তা হলে ইস্টবেঙ্গল পয়েন্ট টেবলে নয়ের আরও ওপরেই থাকতে পারত। কিন্তু এসব নিয়ে ইস্টবেঙ্গল আর ভাবছে না। এবার সামনের দিকে এগিয়ে যাওয়াই ইস্টবেঙ্গলের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়ে শনিবার ইস্টবেঙ্গল গুয়াহাটিতে অ্যাওয়ে ম্যাচে নামছে প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড বিরুদ্ধে।

শনিবার ইস্টবেঙ্গলের নজর থাকবে বার্সেলোনার লিও মেসির সতীর্থ ভিক্টর ভাসকেজের দিকে। গোল করানোর জন্যই এই বিদেশিকে সই করানো হয়েছে। তিনি কতটা ফিট তা দেখার জন্য পরিবর্ত হিসেবে কিছুক্ষণের জন্য হলেও দেখা যাবে। শনিবার কার্ড সমস্যায় এই ম্যাচে দেখা যাবে না সৌভিক চক্রবর্তীকে। তাতে অবশ্য চিন্তিত নয় লাল-হলুদ কোচ। দলে রয়েছেন বেশ কয়েকজন তরুণ ফুটবলার, কয়েকটা ম্যাচে সুযোগ পেয়ে নজর কেড়েছেন। তাঁরা ভালো পারফর্ম করে কোচের নজরে আছেন। নর্থইস্ট ইউনাইটেড আইএসএলের মঞ্চে এখনও বড় সাফল্য পায়নি। ১৩টি ম্যাচে রয়েছে মাত্র ২টি জয়। তবে হার মাত্র ৪টি ম্যাচে। ৭টি ড্র। এবার স্প্যানিশ কোচ হুয়ান পেদ্রো বেনালির পারফরম্যান্সে ইস্ট ইউনাইটেড-এর আধিকারিকরা খুশি। কলিঙ্গ সুপার কাপেও ভালো পারফরমেন্স করেছে ইউনাইটেড। এদিন তারা সুপার কাপ জয়ী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কেমন খেলে সেটাই দেখার।

You might also like!