কলকাতা, ১১ এপ্রিল : শনিবার আইএসএল কাপ ফাইনাল। আইএসএল কাপ জয়ের লক্ষ্যে ফাইনালে মুখোমুখি হবে মোহনবাগান এবং বেঙ্গালুরু। টানা ৩ বছর এই শিরোপার ফাইনালে উঠেছে মোহনবাগান। ২০২৩ সালে এই বেঙ্গালুরু এফসিকে হারিয়েই মোহনবাগান আইএসএল কাপ চ্যাম্পিয়ন হয়েছিল। সেবার টাইব্রেকারে ম্যাচ জিতেছিল মোহনবাগান। গতবার শিল্ড জয়ের ম্যাচে মুম্বই সিটিকে হারিয়েও আইএসএল কাপ-র ফাইনালে ৩-১ গোলে হেরে যায় তারা। এবার আবার ট্রফি জয়ের লক্ষ্যে নিয়ে মাঠে নামছে সবুজ মেরুন শিবির। উল্লেখ্য , মোহনবাগান ৩ টি আইএসএল কাপ ফাইনালে উঠেছে ৩ জন ভিন্ন কোচের কোচিংয়ে। ২০২৩-এ বাগানকে চ্যাম্পিয়ন করেছিলেন জুয়ান ফেরান্দো। ২০২৪–এ মোহনবাগান রানার্স আপ হয়েছিল হাবাসের কোচিংয়ে। আর এবার মোহনবাগানকে ফাইনালে তুলেছেন হোসে মোলিনা।
সাম্প্রতিক পরিসংখ্যান: শেষ এক দশকে মোহনবাগান যথেষ্ট এগিয়ে। বেঙ্গালুরুকে ফেডারেশন কাপে উড়িয়ে দিয়েছিল মোহনবাগান। এরপর আইলিগেও চ্যাম্পিয়ন হয়েছে কিবু ভিকুনার দল। আইএসএলেও একাধিকবার চ্যাম্পিয়ন হয়ে এখন বেঙ্গালুরুর থেকে পরিসংখ্যানে অনেকটাই ভালো জায়গায় আছে সবুজ মেরুন।