দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ২০২৩ ওডিআই বিশ্বকাপ টুর্নামেন্ট। যেখানে অসাধারণ পারফরমেন্স করেছে ভারত। তবে ফাইনালে অজি বাহিনীর কাছে পরাজিত রোহিতের টিম।
কিন্তু ভারতের এই দারুণ পারফরম্যান্সে অন্যান্য দেশ প্রশংসা করেছে। তবে বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেট সমর্থকেরা সেই তালিকা থেকে ব্রাত্য। ফাইনালে ভারত হারতেই তারা রাস্তায় নেমে নাচানাচি শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই অনেকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
ভারতের এই অপমানে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান।
ইরফান পাঠান সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এক্স-য়ে একটি টুইট করেছেন। বিষয়টি তিনি মজার ছলে লিখলেও, সমালোকদের যে তুলোধনা করেছেন, সেটা বুঝতে আর কারোর বাকি নেই। ইরফান লিখেছেন, 'আমি নাচ করতাম আর প্রতিবেশীরা ভয়ে কাঁপত।' সেইসঙ্গে তিনি একটি হাসির ইমোজিও পোস্ট করেন। ইরফানের এই প্রতিক্রিয়া ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি।