Game

2 weeks ago

Irani Cup:ইরানি কাপ: মুম্বইয়ের নেতৃত্বে রাহানে

Ajink Rahane
Ajink Rahane

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  ইরানি কাপে গতবারের রঞ্জি জয়ী মুম্বইয়ের বিরুদ্ধে খেলবে অবশিষ্ট ভারত। আগামী ১ অক্টোবর থেকে শুরু হবে ইরানি কাপ। ইরানি কাপে মুম্বইকে নেতৃত্ব দেবেন গতবার মুম্বইয়ের হয়ে রঞ্জি জয়ী অধিনায়ক অজিঙ্ক রাহানে। সেই দলে থাকতে পারেন শ্রেয়স আইয়ার, শার্দূল ঠাকুরেরা।

অবশিষ্ট ভারতের হয়ে খেলতে পারেন মায়াঙ্ক আগরওয়াল, রুতুরাজ গায়কোয়াড়েরা। তাঁদের থেকে এক জনকে অধিনায়ক করার সম্ভাবনা। এছাড়া দলে থাকতে পারেন অভিমন্যু ঈশ্বরণ, রিয়ান পরাগ, তিলক বর্মা, ঈশান কিশন, অনশুল কাম্বোজ, প্রসিদ্ধ কৃষ্ণের মতো ক্রিকেটারেরা।

You might also like!