Game

3 weeks ago

IPL: আইপিএল: কে পাবে অরেঞ্জ ক্যাপ, কে পাবে পার্পল ক্যাপ?

Virat Kohli (File Picture)
Virat Kohli (File Picture)

 

কলকাতা, ২১ মে :শেষ হয়ে গেছে আইপিএলের গ্রুপ পর্ব। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে প্লে অফ লড়াই। এক নজরে দেখে নেওয়া যাক কারা জিততে পারেন এবারের অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপ। 

সর্বোচ্চ রান (অরেঞ্জ ক্যাপ): অরেঞ্জ ক্যাপ লড়াইয়ে এই মুহূর্তে সবার চেয়ে এগিয়ে বিরাট কোহলি। তবে দৌড়ে এখনো আছেন সানরাইজার্সের ট্রাভিস হেড ও রাজস্থানের রিয়ান পরাগ।

**বিরাট কোহলি (বেঙ্গালুরু): ৭০৮ রান

**ট্রাভিস হেড: (হায়দরাবাদ) ৫৩৩ রান

**রিয়ান পরাগ: (রাজস্থান) ৫৩১ রান

সর্বোচ্চ উইকেট: (পার্পল ক্যাপ:

পার্পল ক্যাপের দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিলেন পাঞ্জাবের হার্শাল প্যাটেল। গ্রুপ পর্ব থেকে বাদ পড়ায় আর এই তালিকায় থাকছেন না তিনি। শীর্ষ তিনের মধ্যে জাসপ্রিত বুমরাহ আর পাঞ্জাবের আর্শদীপ সিংয়ের দলও বাদ। সম্ভাবনা আছে রাজস্থানের যুঝভেন্দ্র চাহাল, কলকাতার বরুন চক্রবর্তী, হায়রাবাদের টি নটরাজনের মতো কারও।

**বরুন চক্রবর্তী: (কলকাতা) ১৮ উইকেট

**টি নটরাজন: (হায়দরাবাদ) ১৭ উইকেট

**যুঝভেন্দ্র চাহাল: (রাজস্থান) ১৭ উইকেট।

You might also like!