Game

6 months ago

Rabindra Jadaja : দিল্লি দলে চাইলেও জাদেজাকে ছাড়ল না চেন্নাই

Rabindra Jadaja

 

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর : ভারতীয় প্রিমিয়ার লিগে(আইপিএল) রবীন্দ্র জাদেজাকে নিয়ে ‘ইউ টার্ন’ চেন্নাই সুপার কিংসের। দূরত্ব বাড়ায় জাদেজাকে দলে রাখা নিয়ে আগ্রহী হয় সিএসকে। এবছরের আইপিএল মেটার থেকেই যে সিএসকে-র সঙ্গে জাদেজা কোনও যোগাযোগ রাখেননি। যদিও জাদেজা চেন্নাই সুপার কিংস-কে নিয়ে তাঁর করা সমস্ত টুইট ডিলিট করে আগেই নিজের মনোভাব বুঝিয়ে দিয়েছেন। জাদেজা নিজেও টুইটারে সিএসকে-কে আনফলো করে দিয়েছেন। আইপিএলে ধোনির দলের জাদেজাকে নিয়ে অনীহা দেখে তাঁকে নিতে ঝাঁপায় দিল্লি ক্যাপিটালস।

জাদেজাকে নিয়ে ‘ট্রেড’ করতে সিএসকে-কে প্রস্তাব পাঠায় দিল্লি। শুধু দিল্লি নয়, আরও দুটি আইপিএল ফ্র্যাঞ্চাইজি জাদেজাকে দলে নিতে ঝাঁপায়। কিন্তু জাদেজাকে ‘ট্রেড’করার সব রকম প্রস্তাব ফিরিয়ে দিয়েছে চেন্নাই। এশিয়া কাপের মাঝে চোট পেয়ে টি–২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও জাদেজার মধ্যে অনেক ভাল ক্রিকেট বাকি রয়েছে বলে চেন্নাই সুপার কিংস এখনও মনে করছে।

You might also like!