Game

1 week ago

Intercontinental Cup 2024 : ইন্টারকন্টিনেন্টাল কাপ: মঙ্গলবার প্রথম ম্যাচে ভারতীয় ফুটবল দল মুখোমুখি হবে মরিশাসের

Intercontinental Cup (symbolic picture)
Intercontinental Cup (symbolic picture)

 

কলকাতা, ৩ সেপ্টেম্বর : মঙ্গলবার সন্ধ্যায় হায়দরাবাদের গাছিবাউলি স্টেডিয়ামে শুরু হবে ইন্টারকন্টিনেন্টাল কাপ। প্রথম ম্যাচে ভারত মুখোমুখি হবে মরিশাসের। ফিফা তালিকার ভারত অনেকটাই এগিয়ে মরিশাসের থেকে। তবে সেইসব দিক বিবেচনা করে মরিশাস কোচ গুইলাম মৌলেক বলেছেন আমরা আমাদের সেরাটা দিতে প্রস্তুত। সোমবার এক সাংবাদিক বৈঠকে মৌলেক বলেছেন, “আমরা ভারত নিয়ে যথেষ্ট পড়াশোনা করেছি। তাঁরা খুব ভালো দল। ভারত যেভাবে খেলে আমরাও সেভাবে খেলতে চাই। তবে আমাদের নিজস্ব পরিকল্পনা রয়েছে‌। আমরা এখানে জিততে এসেছি।

You might also like!