Game

2 weeks ago

ICC ODI World Cup 2023: চাপ কমাতে র‍্যাম্পে হাঁটছে ভারতীয় দল, 'সিক্রেট' ফাঁস করলেন হিটম্যান

Rohit Sharma
Rohit Sharma

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃদেশবাসীর প্রত্যাশার চাপ রয়েছে ভারতীয় দলের উপর। সেই চাপ কাটাতেই বিশ্বকাপের মাঝে ফুরফুরে মুডে রোহিতরা। অংশগ্রহণ করেছেন ফ্যাশন শো-তেও। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে মাঠে নামার আগে এই গোপন তথ্য ফাঁস করলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা।

চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছে ভারতীয় দল। একজন নয় গোটা দল ভাল পারফর্ম করছে। সেই কারণেই শুধু খেলা কিংবা অনুশীলন নয়, টিম বন্ডিং সেশনের দিকেও নজর দিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেই সেশনের কারণেই ভারতীয় দলের ক্রিকেটাররা একাধিক অ্যাকটিভিতে অংশগ্রহণ করেছিলেন।নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে সাংবাদিক বৈঠক করেন হিটম্যান। সেখানেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে লিগ পর্বের ম্যাচের কথা ওঠে। তখনই রোহিত জানান, 'মাঠের চাপ সামাল দিতে সতীর্থদের সঙ্গে খোলা মনে মেলামেশা করা খুব জরুরি। সেই কারণেই ধর্মশালার ম্যাচের পর দিন কয়েকের বিরতিতে সিক্রেট ফ্যাশন শো-তে হেঁটেছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। কিন্তু সেই ভিডিয়ো জনসমক্ষে নিয়ে আসা হয়নি।'


You might also like!