Game

2 weeks ago

Indian runner Bhavna Jat exiled for 16 months:১৬ মাসের জন্য নির্বাসিত ভারতীয় দৌড়বিদ ভাবনা জাট

Indian runner Bhavna Jat exiled for 16 months
Indian runner Bhavna Jat exiled for 16 months

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- ভারতীয় অ্যাথলেটিক্সে ভাবনা জাট একজন বড় পর্যায়ের অ্যাথলিট। কিন্তু তাকে ১৬ মাসের নিষেধাজ্ঞার কবলে পড়তে হল। নাডার তরফে তাঁকে ১৬ মাসের জন্য নির্বাসনে পাঠানো হয়েছে। নিজের হোয়ার অ্যাবাউট ঠিক সময় মতো নাডার কাছে জমা দিতে না পারার জন্য তাকে এই শাস্তির মুখে পড়তে হল। নাডার আইনের ২.৪ ধারায় ভাবনাকে ১৬ মাসের জন্য নিষিদ্ধ করা হল।

২০২২ সালে নাডার যে অ্যান্টি ডোপিং ডিসিপ্লিনারি প্যানেল তৈরি হয়েছিল তারাই এই শাস্তি ঘোষণা করেছে। নাডার তরফে গত আগস্টে সাময়িকভাবে ভাবনাকে নির্বাসন করার জন্য ২০২৩ সালের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভাবনা নামতে পারেননি। ২০২৩ সালের ১০ আগস্ট থেকে ভাবনার ১৬ মাসের নির্বাসন শুরু হয়েছে। বৃহস্পতিবারে রাতে নাডা এই ঘোষণা করেছে তাদের ওয়েবসাইটে।


You might also like!