Game

1 year ago

India win the toss and bowl first against Zimbabwe : জিম্বাবোয়ের বিরুদ্ধে টসে জিতে প্রথমে বল করছে ভারত

India win the toss and bowl first against Zimbabwe
India win the toss and bowl first against Zimbabwe

 

হারারে, ১৮ আগস্ট : জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে টসে জিতলেন ভারত অধিনায়ক লোকেশ রাহুল। প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দলে ফিরলেন দীপক চাহার । চোটের কারণে গত আইপিএলে খেলেননি। চোট সারিয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে নামছেন তিনি।

জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচ খেলতে নেমেছে ভারত। দলে ফিরলেন দীপক চাহার । চোটের কারণে গত আইপিএলে খেলেননি। চোট সারিয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে নামছেন তিনি। এদিকে, চোট সারিয়ে দীর্ঘ দিন পরে দলে ফিরেছেন লোকেশ রাহুল। রোহিত শর্মার অনুপস্থিতিতে দলের অধিনায়কত্ব করছেন তিনি। এই সিরিজকে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে দেখছেন রাহুল। 

You might also like!