Game

3 weeks ago

Women's World Cup 2025: রবিবার ইন্দোরে ভারত ইংল্যান্ড মুখোমুখি, ২০২৫ সালের মহিলা ওয়ানডে বিশ্বকাপের আগে ভারত বনাম ইংল্যান্ডের পরিসংখ্যান, রেকর্ড

India vs England, Women's World Cup 2025
India vs England, Women's World Cup 2025

 

ভোপাল, ১৯ অক্টোবর : রবিবার ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ২০২৫ সালের মহিলা ওয়ানডে বিশ্বকাপে ভারত ইংল্যান্ডের মুখোমুখি হবে একটি জয়লাভের লড়াইয়ে। নকআউট পর্বের দৌড়ে নিজেদের ভাগ্য নিজের হাতে ধরে রাখতে ভারতের জন্য জয় গুরুত্বপূর্ণ, যেখানে নিউ জিল্যান্ডও শীর্ষ চারে জায়গা করে নেওয়ার জন্য লড়াই করছে। এখনও পর্যন্ত অপরাজিত থাকার রেকর্ডের কথা বিবেচনা করলে, এই জয় ইংল্যান্ডকে সেমিফাইনালে স্থান নিশ্চিত করতে সাহায্য করবে।

এই ম্যাচের আগে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে মুখোমুখি রেকর্ডের এক ঝলক এখানে দেওয়া হল:

ভারত বনাম ইংল্যান্ডের মুখোমুখি রেকর্ড ওয়ানডে:

খেলা ম্যাচ: ৭৯টি

ভারত জয়: ৩৬টি

ইংল্যান্ডের জয়: ৪১টি

কোন ফলাফল নেই: ২টি

মহিলা ওয়ানডে বিশ্বকাপে ভারত বনাম ইংল্যান্ডের মুখোমুখি রেকর্ড:

খেলা ম্যাচ: ১২টি

ভারত জয়: ৪টি

ইংল্যান্ডের জয়: ৮টি

You might also like!