হানঝাউ : এশিয়ান গেমসে মেয়েদের টিটি-তে দারুন শুরু ভারতের।অবশ্য প্রথম ম্যাচেই সিঙ্গাপুরের কাছে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছিল ভারত। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয়।
প্রথম ম্যাচটিতে জিয়ান জেংয়ের কাছে ১-৩ ব্যবধানে হার ঐহিকা মুখোপাধ্যায়ের। দ্বিতীয় ম্যাচটি একই ব্যবধানে জেতেন ভারতের অভিজ্ঞ প্যাডলার মনিকা বাত্রা। তৃতীয় ম্যাচে সৃজা আকুলা জেতেন। তবে চতুর্থ ম্যাচে মনিকা হারতেই চাপে পড়ে ভারত। শেষ অবধি ভারতের ত্রাতা হলেন পথম ম্যাচে হেরে যাওয়া ঐহিকাই।