Game

2 weeks ago

Virat Kohli : বিশ্বকাপ হাতছাড়া ভারতের!ফাইনালে কী কী পুরস্কার পেলেন কিং কোহলি?

Virat Kohli (File Picture)
Virat Kohli (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ২০২৩-এ বিশ্বকাপ ছোঁয়ার স্বপ্ন অধরা থেকে গেল বিরাট কোহলির। কিন্তু তার পরও ফাইনালের 'ফিল্ডার অফ দ্য ম্যাচ' পুরস্কার ছিনিয়ে নিলেন ভারতের এই তারকা ব্যাটার। ড্রেসিংরুমে বিরাটের গলায় মেডেল পরিয়ে দেন রবীন্দ্র জাডেজা। বোর্ডের তরফে সোশাল মিডিয়ায় সেই ছবি পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল হয়েছে তা।

রবিবার অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্ধর্ষ ফিল্ডিং করেন কোহলি। রানা তাড়া করতে নামা ক্যাঙারু শিবিরে প্রথম ধাক্কা দেন মহম্মদ সামি। দ্বিতীয় ওভারের প্রথম বলে ডেভিড ওয়ার্নারকে প্যাভিলিয়নে ফেরত পাঠান তিনি। ভারতীয় পেসারের বিষাক্ত সুইংয়ে খোঁচা দেন অজি ওপেনার। স্লিপে দাঁড়িয়ে যা তালুবন্দি করেন বিরাট।

এছাড়া টিমের প্রয়োজনে কখনও পয়েন্ট কখনও আবার কভারে ফিল্ডিং করেন কিং কোহলি। ফাইনালের মতো হাইভোল্টেজ ম্যাচে একাধিক বাউন্ডারি আটকে কামিন্স বাহিনীর উপর চাপ তৈরি করেন তিনি। ট্রাভিস হেড বা লাবুসেনের পায়ে বল লাগলেই ছুটে গিয়ে আম্পায়ারের কাছে বারবার আবেদন জানাতেন দেখা গিয়েছিল তাঁকে। অহমেদাবাদের মাঠে ব্যাট হাতেও সফল হন বিরাট। শুভমান গিল খুব দ্রুত ফিরে যাওয়ায় চাপে পড়ে ভারত। সেই সময় কখনও রোহিত কখনও আবার কেএল রাহুলের সঙ্গে জুটে বেঁধে ৫৪ রানের ঝকঝকে ইনিংস খেলেন কোহলি।

প্রসঙ্গত, বিশ্বকাপ চলাকালীন ভারতীয় ড্রেসিংরুমে বিশেষ একটি পুরস্কার চালু করেন ফিল্ডিং কোচ টি দিলীপ। প্রতিটা ম্যাচে সেরা ফিল্ডারকে পুরস্কৃত করেন তিনি। ফাইনালে সেই মেডেল গেল বিরাটের ঝুলিতে। যা দেওয়ার সময় কোহলিকে প্রশংসায় ভরিয়ে দেন টি দিলীপ।শুধু তাই নয় ১১ ম্যাচে ৭৬৫ রান করায় টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের খেতাবও পেয়েছেন তিনি।

ফিল্ডার অফ দ্য ডে পুরস্কার দেওয়ার সময় টি দিলীপ বলেন- " এই টুর্নামেন্টে আমরা দারুণ পারফরম্যান্স করেছি। তোমরা বেশ কয়েকটি দুর্দান্ত ক্যাচ ধরেছো। কিন্তু তার চেয়েও বড় কথা হল তোমাদের ভ্রাতৃত্ব বোধ। প্রতি ম্যাচে কাঁধে কাঁধ দিয়ে একটি টিম হিসেবে খেলেছো তোমরা। মাঠে একে অপরকে যেভাবে সাহায্য করেছো তা অবিশ্বাস্য। আজকের পুরস্কার প্রাপক একজন অসাধারণ ক্রিকেটার। মাঠে নামলেই ম্যাজিক করে সে। শুধু নিজের কাজটুকুই নয়, অপরকে উদ্বুদ্ধ করছে ওই ক্রিকেটার। সে আর কেউ নয়, আমাদের বিরাট কোহলি।"

You might also like!