Game

7 months ago

India got again a gold in wrestling : কমনওয়েলথ গেমস: কুস্তিতে ভারতের ঝুলিতে ৬ষ্ঠ সোনা এল নবীন-র হাত ধরে

India got again a gold  in wrestling

 

বার্মিংহাম, ৭ আগস্ট : কমনওয়েলথ গেমস রবি দাহিয়া এবং মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাটের পরে কুস্তিগীর নবীন কমনওয়েলথ গেমস-এ কুস্তিতে ভারতকে আরও একটি স্বর্ণপদক এনে দিয়েছেন। কুস্তিতে ভারতের ঝুলিতে এ বছর ষষ্ঠ সোনা এল। ভারতের নবীন বার্মিংহামে শনিবার রাতে ৯-০ গোলে পাকিস্তানের মহম্মদ শরীফ তাহিরকে পরাজিত করে পুরুষদের ৭৪ কেজি ফ্রিস্টাইলে স্বর্ণপদক জিতেছেন।

প্রথম রাউন্ডে দুই কুস্তিগীরই আক্রমণাত্মক ভঙ্গিতে লড়াই শুরু করেন। নবীন চতুরতার সঙ্গে পাকিস্তানি কুস্তিগীরকে পরাজিত করে দুই পয়েন্ট যোগ করেন। এর পরে নবীন ৫ পয়েন্ট নিয়ে ম্যাচটি ৯-০ তে জিতে ভারতের দ্বাদশ সোনার পদক ঝুলিয়ে দেন।


You might also like!