Game

2 months ago

India Vs Wales : ওয়েলস অভিযানে নামছে ভারত, জিতলেই সরাসরি বিশ্বকাপের কোয়ার্টারে

India enters the Wales campaign

 

রাউরকেল্লা, ১৯ জানুয়ারি : গ্রুপপর্বে আজ বৃহস্পতিবার ওয়েলসের বিরুদ্ধে ভারতের শেষ ম্যাচ। একইদিনে ইংল্যান্ড নামছে স্পেনের বিরুদ্ধে। ভারত যদি ওয়েলসকে হারিয়ে দেয় তা হলে লিগ টেবিলে৭ পয়েন্ট হবে ভারতের।ইংল্যান্ড যদি স্পেনকে হারিয়ে দেয় তা হলে তাদেরও হবে৭ পয়েন্ট। তবে গোলপার্থক্যের হিসেবে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে ইংল্যান্ড। কিন্তু যদি ইংল্যান্ড হেরে যায় তা হলে ওয়েলসকে হারালেই সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে ভারত।

হকি বিশ্বকাপ খেলছে মোট ১৬টি দল। চারটি গ্রুপে ভাগ করা হয়েছে তাদের। প্রতিটি গ্রুপে রয়েছে চারটি করে দল। ভারত রয়েছে পুল ডি-তে ৷ গ্রুপে স্পেন এবং ইংল্যান্ড ছাড়াও রয়েছে ওয়েলস। প্রথম ম্যাচে ভারত স্পেনকে ২-০ গোলে হারিয়েছে। দ্বিতীয় ম্যাচ ইংল্যান্ডের সঙ্গে ড্র হয়েছে ৷ দু'টি ম্যাচে ভারতের সংগ্রহ ৪ পয়েন্ট। গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। ওয়েলসকে ৫ গোলে পরাজিত করেছিল ইংল্যান্ড। পয়েন্ট সমান হলেও তাই গোলপার্থক্যে এগিয়ে রয়েছে তারা। গ্রুপের শীর্ষ স্থানে থাকা দলই শুধু সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে।

You might also like!