Game 6 months ago

সিঙ্গাপুরের বিরুদ্ধে ম্যাচ ড্র করল স্টিমাচের ভারত

India draw the practics match against Singapur

 

কুয়ালা লামপুর, ২৪ সেপ্টেম্বর : প্রথম ম্যাচে ভিয়েতনামের কাছে ৪ গোল হজম করেছিল সিঙ্গাপুর। সিঙ্গাপুরের বিরুদ্ধে শনিবার ম্যাচ ড্র রাখল ইগর স্টিমাচের ভারত। ৩৭ মিনিটে গোল খাওয়ার ছ’ মিনিটের মধ্যেই গোল শোধ করে ভারত। তার পর আর গোল করতে পারেনি কোনও দলই। ফলে ভারত ও সিঙ্গাপুরের ফ্রেন্ডলি ম্যাচ ১-১ গোলেই শেষ হল।জাতীয় দলের কোচ স্টিমাচ এশিয়ান কাপের আগে দলকে সিঙ্গাপুর ও ভিয়েতনামের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচে দেখে নিতে চাইছেন। সিঙ্গাপুরকে নিয়ে রীতিমতো হোমওয়ার্ক করেই নেমেছিলেন সুনীল ছেত্রীদের কোচ। ম্যাচের বল গড়ানোর আগে প্রতিপক্ষকে এগিয়ে রেখে স্টিমাচ বলেন, “নতুন কোচের অধীনে সিঙ্গাপুর হাই প্রেসিং ফুটবল খেলে যা প্রতিপক্ষকে চাপে ফেলতে সক্ষম। ওরা একটু হলেও এগিয়ে থাকবে।”খেলার ৩৭ মিনিটে ইখসান ফান্ডি ফ্রি কিক থেকে গোল করে এগিয়ে দিয়েছিলেন সিঙ্গাপুরকে। ভারত অবশ্য ৪৩ মিনিটে গোল  শোধ করে। আশিক কুরিয়ান সিঙ্গাপুরের আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করে ম্যাচে সমতা ফেরান।

You might also like!