Game

2 weeks ago

ICC WC 2023 : নতুন ইতিহাস গড়লো টিম ইন্ডিয়া

Team india (File picture)
Team india (File picture)

 

মুম্বই, ১৩ নভেম্বর : এবারের বিশকাপে দীর্ঘ ২০ বছর পর নিজেদের রেকর্ড ভাঙল ভারত। ২০০৩ বিশ্বকাপের পর ভারত টানা ৯টি ম্যাচ জয় পেল। ২০০৩ সালের বিশ্বকাপে ভারত টানা ৮টি ম্যাচ জিতেছিল। এবারের বিশ্বকাপে ভারত জিতেছে টানা ৯টি ম্যাচ। নেদারল্যান্ডকে হারিয়ে এই রেকর্ড গড়ল ভারত।

এই রেকর্ড অস্ট্রেলিয়ার রয়েছে দু’বার । তারা বিশ্বকাপে জিতেছে টানা ১১ ম্যাচ। ২০০৩ ও ২০০৭ সালে ক্যাঙ্গারু দল এই রেকর্ড করে দেখায়। এবারের বিশ্বকাপে ভারত যে ধরনের ফর্মে আছে, অস্ট্রেলিয়ার রেকর্ড ভাঙতে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে। ১৫ নভেম্বর ওয়াংখেড়েতে প্রথম সেমিফাইনাল ম্যাচে ভারত নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। ভারত এই ম্যাচে ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে হারের প্রতিশোধ নিতে চায়।


You might also like!