Game 5 months ago

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত

India beat australia

 

শুক্রবার অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরাল ভারত।মোহালিতে অনুষ্ঠিত সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ২০৮ রান করেও হেরে গিয়েছিল ভারত। রোহিত শর্মার দলের বোলাররা হতশ্রী বোলিং করেন।শুক্রবার মাত্র ২০ বলে ৪৬ রানে অপরাজিত থেকে যান অধিনায়ক হিটম্যান। একদিক থেকে যখন উইকেট পড়ছে একের পর এক, ঠিক সেই সময়ে রোহিত শর্মা জ্বলে ওঠেন। অজি বোলারদের শাসন করেন। দিনের শেষে তিনি হাসছেন। গত কয়েকদিনের বৃষ্টির জন্য মাঠের আউটফিল্ড ভিজে ছিল। মাঠ না শুকনোয় নির্দিষ্ট সময়ে খেলা শুরু করা সম্ভব হয়নি। মাঠ কর্মীদের প্রচেষ্টায় অবশেষে খেলার উপযুক্ত হয় মাঠ। ফলে ২০ ওভারের ম্যাচ হয়ে যায় ৮ ওভারের। টস জিতে রোহিত প্রথমে ব্যাট করতে পাঠান অস্ট্রেলিয়াকে। ৮ ওভারে অজিরা করে পাঁচ উইকেটে ৯০। অজিদের ৯০ রান তাড়া করতে নেমে রোহিত শর্মা খেলেন মারমুখী রানের ইনিংস। লোকেশ রাহুল অবশ্য ১০ রান করে জাম্পার বলে বোল্ড হন। বিরাট কোহলিও (১১) ঠকে যান জাম্পার ডেলিভারিতে। সূর্যকুমার যাদব খাতা না খুলে ফেরেন জাম্পার বলে। একদিকে রোহিত চাপ তৈরি করলেও দ্রুত উইকেট হারায় ভারত। ফলে চাপ অনুভব করতে শুরু করে দেয় টিম ইন্ডিয়া। কিন্তু অধিনায়ক রোহিত শর্মা টিকে ছিলেন।

You might also like!