Game

3 weeks ago

India-Bangladesh Test Series:ভারত -বাংলাদেশ টেস্ট সিরিজ: একনজরে পরিসংখ্যান

India-Bangladesh Test Series
India-Bangladesh Test Series

 

কলকাতা: ১৯ সেপ্টেম্বর : এই দু দেশের মধ্যে টেস্ট ক্রিকেটের যাত্রা শুরু হয়েছিল নতুন শতাব্দীর শুরুতে অর্থাৎ ২০০০ সালে। আজ পর্যন্ত দু দেশের মধ্যে আটটি সিরিজ হয়েছে। এবার দু'দল নিজেদের মধ্যে খেলবে নবম টেস্ট সিরিজ।

গত ২৪ বছরে ৮টি সিরিজে ১৩টি টেস্ট ম্যাচ হয়েছে। এতটাই আধিপত্য ছিল যে বাংলাদেশ কখনও ভারতের বিরুদ্ধে টেস্ট জিততে পারেনি। বাংলাদেশের সাফল্য বলতে ২টি ম্যাচ ড্র করা। বাকি ১১টি টেস্ট জিতেছে ভারত। এর মধ্যে ৩টি টেস্ট ম্যাচ হয়েছে ভারতে আর বাংলাদেশে হয়েছে বাকি ১০ টি টেস্ট ম্যাচ।

দুই দেশের মধ্যে খেলা ১৩টি টেস্ট ম্যাচের ফলাফল:

বাংলাদেশে টেস্ট ম্যাচ:

**২০০০ সালে ঢাকা টেস্টে বাংলাদেশকে ভারত ৯ উইকেটে হারিয়েছিল 

**২০০৪ সালে ঢাকা টেস্টে বাংলাদেশকে ভারত এক ইনিংস ও ১৪০ রানে হারিয়েছিল।

**২০০৪ সালে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে এক ইনিংস ও ৮৩ রানে হারিয়েছিল ভারত।

**২০০৭ সালে ভারত-বাংলাদেশ চট্টগ্রাম টেস্ট ড্র হয়।

**২০০৭ সালে মীরপুর টেস্টে বাংলাদেশকে এক ইনিংস ও ২২৯ রানে হারিয়েছিল ভারত।**২০১০ সালে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে ১১৩ রানে হারিয়েছিল ভারত।

**২০১০ সালে মীরপুর টেস্টে বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়েছিল ভারত।

**২০১৫ সালে ভারত-বাংলাদেশ ফাতুল্লা টেস্টে ড্র হয়।

**২০২২ সালে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে ১৮৮ রানে হারায় ভারত ।

**২০২২ সালে মিরপুর টেস্টে বাংলাদেশকে ৩ উইকেটে হারায় ভারত।

ভারতে টেস্ট ম্যাচ:

**২০১৭ সালে হায়দরাবাদ টেস্টে বাংলাদেশকে ২০৮ রানে হারায় ভারত।

**২০১৯ সালে ইন্দোর টেস্টে বাংলাদেশকে এক ইনিংস ও ১৩০ রানে হারিয়েছিল ভারত।

**২০১৯ সালে কলকাতা টেস্টে বাংলাদেশকে এক ইনিংস ও ৪৬ রানে হারায় ভারত।

You might also like!