Game

2 weeks ago

Gavaskar trophy : ১৫০ রানে অলআউট ভারত

Gavaskar trophy
Gavaskar trophy

 

কলকাতা, ২২ নভেম্বর : বর্ডার-গাভাস্কার ট্রফির শুরুটাও ভাল হলো না ভারতের। পার্থ টেস্টের প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট ভারত।

টস জিতে ব্যাটিংয়ে নেমে জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স এবং মিচেল স্টার্কদের তোপে দুই সেশনের মধ্যেই ভারত অলআউটl ভারতের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেছেন নীতীশ কুমার রেড্ডি। পন্তকে করেছেন ৩৭ রান আর লোকেশ রাহুল করেছেন ২৬ রান।

অজিদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন হ্যাজেলউড। দুটি করে উইকেট নিয়েছেন স্টার্ক, কামিন্স এবং মার্শ।

You might also like!