Game 6 months ago

Asia Cup 2022, Ind vs Pak : রবিবার আবারও মুখোমুখি ভারত-পাক, ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী রিজওয়ান

India against Pakistan on this Sunday

 

এশিয়া কাপে আটদিনের মধ্যে দ্বিতীয়বার ভারত-পাকিস্তান মেগা লড়াইয়ের সাক্ষী থাকার সুযোগ পেয়ে যাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। মাত্র ৩৮ রানে হংকং কে অল আউট করে দেয় বাবর আজমের দল, আর সেই সুবাদে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হতে চলেছে দুই দেশের সমর্থকরা। সুপার ফোরে পৌঁছতে হংকংয়ের বিরুদ্ধে জিততেই হত পাকিস্তানকে। সেই ম্যাচেই মাত্র দু’উইকেট খুইয়ে ১৯৩ রান করে পাক দল। ৫৭ বলে ৭৮ রানের দুরন্ত ইনিংস খেলে ম্যাচের সেরা হন রিজওয়ান। তাঁর ঝোড়ো ইনিংস সাজানো ছিল ৬টি চার এবং একটি ছক্কা দিয়ে। জবাবে মাত্র ৩৮ রানেই গুটিয়ে যায় হংকং। ফলে সুপার সানডে-তে সুপার ফোরে ফের মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী। দ্বিতীয় সাক্ষাতে ফের ভারতকে হারিয়ে বদলা নিতে চায় ওয়াঘার ওপারের দল। টুর্নামেন্টে একটা হারে যে তাঁরা দমে যাননি, সে কথাই মনে করিয়ে দেন রিজওয়ান। বলে দেন, যে কোনও লড়াইয়ের জন্য তাঁরা প্রস্তুত। সতর্কতার সুরেই পাক ওপেনার বলছেন, “ভারত-পাক ম্যাচে একটা আলাদা চাপ থাকেই। গোটা বিশ্ব এই লড়াই দেখার অপেক্ষায় থাকে। পাকিস্তানও আত্মবিশ্বাসী। যে কোনও প্রতিপক্ষের সম্মুখীন হতে আমরা তৈরি।”

You might also like!