Game 5 months ago

ইমামি ইস্ট বেঙ্গলের নতুন মরসুমের জার্সির উদ্বোধন

Emami East Bengal

 

কলকাতা, ২৯ সেপ্টেম্বর  : বৃহস্পতিবার মহা চতুর্থীতে উদ্বোধন হল ইমামি ইস্ট বেঙ্গলের নতুন মরসুমের জার্সির। এই উপলক্ষ্যে এদিন কসবা রাজডাঙা নবোদয় ক্লাবের পুজো প্যান্ডেলে এদিন বসল চাঁদের হাট। লাল হলুদের প্রাক্তন তারকারা তো ছিলেনই, সঙ্গে ছিলেন মন্ত্রী, কাউন্সিলর, অলিম্পিয়ান এবং অভিনেতারাও।

তিন সেট জার্সির উদ্বোধন হয়। হোম ম্যাচের জার্সি পরে মঞ্চে আসেন শৌভিক চক্রবর্তী। তাঁর হাতে জার্সি তুলে দেন মনোরঞ্জন ভট্টাচার্য। অ্যাওয়ে ম্যাচের জার্সি ব্রাজিলিয়ান ক্লেটন সিলভার হাতে তুলে দেন প্রশান্ত বন্দ্যোপাধ্যায়। আর প্র্যাক্টিসের জার্সি ভি পি সুহেরের হাতে তুলে দেন বিকাশ পাঁজি। জার্সি উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন দুই অলিম্পিয়ান দোলা বন্দ্যোপাধ্যায় এবং পৌলমী ঘটক। ছিলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, মন্ত্রী জাভেদ খান, কাউন্সিলর সুশান্ত ঘোষ এবং ইমামি এবং লাল হলুদের কর্তারা। জার্সি উদ্বোধনের শেষে সংবর্ধিত হল কোচ স্টিভন কনস্ট্যানটাইন। সব শেষে ইস্ট বেঙ্গলের থিম সং প্রকাশিত হয়। থিম সংটি গেয়েছেন জান কুমার শানু। জান নিজেই গানটি গেয়ে শোনান। আই এস এল-এ ইস্ট বেঙ্গলের প্রথম ম্যাচ কেরালা ব্লাস্টার্সের সঙ্গে কোচিতে ৭ অক্টোবর। ৪ অক্টোবর টিম কোচি রওনা হবে।


You might also like!